এ বছর গরম পড়বে সাংঘাতিক! আগাম সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের, কি বলছে হাওয়া অফিস আসুন জেনে নি - Bangla Hunt

এ বছর গরম পড়বে সাংঘাতিক! আগাম সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের, কি বলছে হাওয়া অফিস আসুন জেনে নি

By Bangla Hunt Desk - February 28, 2020

ঠান্ডা যেমন এবছর বেশি দিন ছিল, গরমও তেমন এবছর বেশ ভালো মতই পড়বে, এমনটাই বলছে হাওয়া অফিস। গত দুদিনের বৃষ্টিতে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, শীত যেন যেতে চাইছে না। সকালের দিকে অথবা ভোরের দিকে এখনো বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। তবে সেটি আর বেশিদিন নয়, চলে আসছে গরম।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর অন্যান্য বছর গুলির তুলনায় এই বছর গরম নাকি খুব বেশিই পড়বে, এই গরমে নাজেহাল হয়ে যাবে অনেক মানুষ। অধিকাংশ জেলাগুলিতেই চলবে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ চলবে অনেক বেশি দিন ধরে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর