এলাকায় করোনা কোয়ারেন্টাইন সেন্টার নয়! দাবিতে বিক্ষোভ-ভাঙচুর, আগুন উন্মত্ত জনতা - Bangla Hunt

এলাকায় করোনা কোয়ারেন্টাইন সেন্টার নয়! দাবিতে বিক্ষোভ-ভাঙচুর, আগুন উন্মত্ত জনতা

By Bangla Hunt Desk - April 05, 2020

মালদা ৫ এপ্রিল; মালদা জেলার চাঁচলের রায় পাড়াতে একটি বেসরকারী নার্সিংহোম কে কোয়ারিন্টাইন সেন্টার করা হবে এই খবর জানাজানি হতেই স্থানীয় মানুষ জন ঐ নার্সিংহোমে ভাঙ্গচুর চালালো। পাশাপাশি নার্সিং হোমের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।

লাফিয়ে লাফিয়ে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই রাজ্য সরকার প্রতিটি জেলায় ঘোষণা করেছে করোনা রোগীদের জন্য আইসোলেসন হাসপাতাল করার। মালদা জেলার দুটি হাসপাতাল নেওয়া হয়েছে যার মধ্যে একটি মালদা শহরের ইংলিশ বাজারের মালদা মেডিকেল কলেজ অপরটি চাঁচলের একটি বেসরকারি নার্সিং হোম (দিশারী নার্সিং হোম)। আর এতেই ক্ষোভে ফুঁসছে ওই নার্সিং হোমের পার্শ্ববর্তি এলাকার মানুষ জন। ওই নার্সিং হোম যাতে করোনা আক্রান্তদের জন্য কোয়ারিন্টাইন সেন্টার না হয় তাই তারা এনিয়ে আন্দোলনে নেমেছে। আজ বিকেলে স্থানীয় মানুষজন নার্সিংহোমের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি হাসপাতালের সামনে বোর্ড ভাংচুর করে। স্থানীয়দের দাবি, চাঁচল দিশারী নার্সিং হোমে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা যাবে না। কারণ,এটি জনবহুল এলাকা, বহু মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করে। এখানে যদি কোন হাসপাতাল করা হয় তাহলে তার সংক্রমণ ছড়াতে পারে এই আশঙ্কায় আমরা এখানে করণা হাসপাতাল হতে দেব না। দিশারী বাদ দিয়ে আরো অন্যান্য ফাঁকা জায়গা রয়েছে সেখানে করণা হাসপাতাল করা হোক। যতক্ষণ না এ দাবী আমাদের মানা হবে আমরা ততদিন এখানে অনির্দিষ্টকালের অনশনে বসবো।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর