এবার সোনার খনির হদিশ মিলল পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে! জানালো জিএসআই - Bangla Hunt

এবার সোনার খনির হদিশ মিলল পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে! জানালো জিএসআই

By Bangla Hunt Desk - June 08, 2020

উত্তরপ্রদেশের সোনভদ্রের পর আবার সোনার খনির হদিশ মিলল ভারতে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডেই।

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ভিতারদারি গ্রামে মিলল এই সোনার খনির হদিশ। যাতে প্রায় ২৫০ কেজির মতো সোনা রয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে একটি চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই উত্তরপ্রদেশের সোনভদ্রে একটি সোনার খনির হদিস মিলেছিল। এবার মিলল পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে। জামশেদপুর স্টিল টাউনশিপ থেকে ২০ কিলোমিটার দক্ষিণে রয়েছে এই সোনার খনি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে রাজ্য সরকারের অনুমতি মিললেই খুব তাড়াতাড়ি সোনার খনির নিলামী শুরু হবে। নতুন এই সোনার খনিটি একদম নিলামের জন্য তৈরি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে আমাদের কাজ এখানেই শেষ হয়ে গিয়েছে। এবার রাজ্য চাইলে সোনার খনিটির দেখভালের কাজ শুরু করতে পারে।

উল্লেখ্য সম্প্রতি ঝাড়খন্ডে যে সোনার খনির হদিস মিলেছে সেখানে ২০০৯-১০ সাল থেকে অনুসন্ধানে কাজ চলছিল।সেখান থেকে ৭০০ বেশি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে গবেষকরা। তারপরেই নিশ্চিত হন তারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর