এবার করোনা ভাইরাসের হানা ইতালিতে! মৃতের সংখ্যা ১৭, ভারতে ফেরানোর আবেদন ৮৫ ভারতীয় পড়ুয়ার - Bangla Hunt

এবার করোনা ভাইরাসের হানা ইতালিতে! মৃতের সংখ্যা ১৭, ভারতে ফেরানোর আবেদন ৮৫ ভারতীয় পড়ুয়ার

By Bangla Hunt Desk - March 02, 2020

চীনের করোনা ভাইরাস এবার হানা দিল ইতালিতে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন ইতালিবাসির এর মৃত্যু হয়েছে । ভারত সরকারের কাছে দেশে ফেরানোর আবেদন ৮৫ জন ভারতীয় পড়ুয়ার।

ইতালির পাভিয়া ইঞ্জিনিয়ারিং কলেজে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস । এই কলেজের এক ছাত্রী অঙ্কিতা জানিয়েছে,তারা বিমানের টিকিট বুক করলেও বিমান বাতিল হওয়ার জেরে তারা দেশে ফিরতে পারছে না। আর নতুন টিকেটের দাম বাড়ছে অস্বাভাবিক হারে।

ইতালিতে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় ভারতীয় পড়ুয়ারা আতঙ্কিত। পড়ুয়ারা মনে করছে, ভারত সরকার এই বিষয়ে হস্তক্ষেপ না করলে তারা দেশে ফিরতে পারবে না, তাই তারা ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছে, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য।

ইতালির উত্তরাংশে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। ওই এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ। তাই খাবারের সংকট দেখা দিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর