করোনা পজিটিভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আক্রান্ত স্বস্তিকা ও রূপম ইসলামও - Bangla Hunt

করোনা পজিটিভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আক্রান্ত স্বস্তিকা ও রূপম ইসলামও

By Bangla Hunt Desk - January 12, 2022

বাংলা ছবির ‘ইন্ডাস্ট্রি’ করোনা থাবা। এবার করোনা পজিটিভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুধবার কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন নায়ক। নিজেই জানিয়েছেন টুইটারে।

টুইটে প্রসেনজিৎ লিখেছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।’

স্বস্তিকাও তাঁর ইনস্টাগ্রামে মজাদার পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। প্রসেনজিতের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়া। প্রত্যেকেই তাঁর আরোগ্যকামনা করেছেন। একই দিনে করোনায় আক্রান্ত হয়েছেন টলিপাড়ার আরও এক শিল্পী, রূপম ইসলাম। তাঁর স্ত্রী এবং ছেলেও কোভিড পজিটিভ।

রাজ্যজুড়ে করোনা ভাইরাসের গ্রাফ ঊর্ধ্বগামী। তার ওপর আবার ওমিক্রনের চোখ রাঙানি। সব মিলিয়ে এ রাজ্যেও করোনা কেস বৃদ্ধি পাচ্ছে রোজ। প্রসেনজিৎ ও স্বস্তিকার আগে কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন অভিনেতা দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি, চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত–সহ টলিউডের একঝাঁক তারকা। তার মধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন দেব ও ঋতুপর্ণা সেনগুপ্ত। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও কোভিড পজিটিভ বলে জানা গিয়েছে। করোনায় আক্রান্ত তারকাদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টাতেই যেমন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজারের গণ্ডি। যার মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমিত ৭ হাজারের বেশি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর