এবার করোনা আতঙ্ক কলকাতায়! করোনা সন্দেহ বেলেঘাটা IDতে ভর্তি করা হলো এক মেরিন পাইলটকে - Bangla Hunt

এবার করোনা আতঙ্ক কলকাতায়! করোনা সন্দেহ বেলেঘাটা IDতে ভর্তি করা হলো এক মেরিন পাইলটকে

By Bangla Hunt Desk - March 17, 2020

করোনা আতঙ্ক এবার খোদ কলকাতায়। করোনা সন্দেহে এবার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হলেন এক মেরিন পাইলট। কয়েকদিন আগে কর্মসূত্রে তিনি জাহাজে করে কলম্বিয়া থেকে দেশে ফেরেন। কিন্তু দেশে ফেরার সময় জাহাজেই তিনি অসুস্থ বোধ করেন। এরপর কোলকাতা এলে কলকাতা পোর্টে তার থার্মাল স্ক্রিনিং হয়। সেই সময় জানা যায় তার শরীরের তাপমাত্রা বেশি ছিল, সেই সঙ্গে গলায় ইনফেকশন ও শ্বাসকষ্ট। তারপর পোর্টের ডাক্তারবাবুরা প্রথমে তার পরীক্ষা-নিরীক্ষা করেন কিন্তু তারপর সন্দেহ হওয়ায় তাকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়। আপাতত তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এবং তার রক্ত নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর