এবার করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল নৈহাটিতে! সিল করা হলো একাধিক ওয়ার্ড - Bangla Hunt

এবার করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল নৈহাটিতে! সিল করা হলো একাধিক ওয়ার্ড

By Bangla Hunt Desk - April 22, 2020

এবার করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার নৈহাটিতে। নৈহাটির ৭ নম্বর ওয়ার্ডের রায়পাড়ার এল-এন কবিরাজি রোডে এক বৃদ্ধা করোনায় আক্রান্ত বলে খবর। ক্যান্সারে আক্রান্ত এই বৃদ্ধা কিছুদিন আগেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ফুসফুসের সংক্রমণ থাকায় মঙ্গলবার তাকে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া যায় বলে খবর। বর্তমানে ওই বৃদ্ধা মহিলা বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পাওয়ার পরেই তার পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে এ পাঠানো হয়েছে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের তরফে বাঁশের ব্যারিকেড করে সিল করে দেওয়া হয়েছে ওই এলাকা। পুরো এলাকাটি সানিটাইজেসান করা হয়েছে। প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত দোকানপাট, বাজার।

নৈহাটি পৌরসভার সিআইসি সনৎ দে জানান “আমরা শুনেছি ক্যানসার-আক্রান্ত ওই বৃদ্ধা মহিলার করোনা সংক্রমণ রিপোর্টে পজিটিভ এসেছে। আক্রান্ত থাকা অবস্থায় ওই মহিলা যার যার সংস্পর্শে এসেছেন তাদের মোট ৭ জনকে নৈহাটি থানায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারাসাতের অ্যাডামাস কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে”।

প্রশাসনের পক্ষ থেকে এলাকার সকল বাসিন্দাকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। কারো কোন সমস্যা থাকলে নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করে তাদের সমস্যা কথা জানাতে বলা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে সিল করে দেওয়া হয়েছে নৈহাটি পৌরসভার ৪ ৫ ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের একাংশ। পুরো এলাকাতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চলানো হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর