এবার অস্ত্র কারখানার হদিস মিলল দিনহাটায় - Bangla Hunt

এবার অস্ত্র কারখানার হদিস মিলল দিনহাটায়

By Bangla Hunt Desk - December 18, 2021

এবার অস্ত্র কারখানার হদিস মিলল দিনহাটার ওকরাবাড়িতে। ঘটনায় ঝন্টু হক ও মণিরুল ইসলাম নামে দিনহাটার দু’জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি অটোমেটিক পিস্তল, একটি রিভলভার, একটি সিঙ্গেল শটার, ১৪টি কার্তুজ, ম্যাগাজিন ও ৩৫টি ফেনসিডিলের বোতল মিলেছে। বেশ কিছুদিন থেকেই সেখানে বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে মেরামত ও সার্ভিসিং করা হত বলে অভিযোগ। শনিবার পুলিশ সুপার সুমিত কুমার জানান, গোপন সূত্রে খবর পেয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে আরও যারা জড়িত তাদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর