"এনআরসি করতে এলে চামড়া গুটিয়ে দেবো",এনআরসি নিয়ে মোদিকে আক্রমণ অনুব্রত মণ্ডলের! - Bangla Hunt

“এনআরসি করতে এলে চামড়া গুটিয়ে দেবো”,এনআরসি নিয়ে মোদিকে আক্রমণ অনুব্রত মণ্ডলের!

By Bangla Hunt Desk - February 29, 2020

এনআরসি নিয়ে আবার মোদিকে আক্রমণ করলো বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সাঁইথিয়ার সভায় অনুব্রত মণ্ডল মোদিকে নিশানা করে বলেন,”তুমি বাংলার আড়াই কোটি মানুষকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবে, আমরা ঘরে বসে থাকব, চামড়া গুটিয়ে দেবো। জীবন থাকতে লড়াই করব, এনআরসি মানবো না”।

তিনি আরো বলেন,দেশে কত প্রধানমন্ত্রী আসলো আর গেল, শুধু আপনার মাথাতেই আসলো CAA,NRC,NPR করার।সাঁইথিয়ার সভা থেকে রীতিমতো এভাবেই প্রধানমন্ত্রী মোদিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডলের।

myimage

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর