‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার - Bangla Hunt

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

By Bangla Hunt Desk - January 08, 2026

কলকাতা: ‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ।’— এক কথায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকার তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আই-প্যাকের (I-PAC) সল্টলেকের দফতরে এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা ঘিরে সরব হলেন তৃণমূলনেত্রী। তাঁর অভিযোগ, ভোটের আগে পরিকল্পিত ভাবে বিরোধীদের দমিয়ে রাখতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি।

শুক্রবার দুপুরে রাজপথে নেমে মমতা বলেন, ‘‘গণতন্ত্রকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়া যাবে না। এ রাজ্যে বিজেপির কোনও সংগঠন নেই, তাই ইডি-সিবিআই দিয়েই রাজনীতি করতে চাইছে।’’ মুখ্যমন্ত্রীর দাবি, আই-প্যাক একটি পেশাদার সংস্থা। সেখানে হানা দিয়ে আসলে তৃণমূলের নির্বাচনী কৌশল ও গোপন নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

মমতার কটাক্ষ, ‘‘যাঁরা দেশ লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে, তাদের ছোঁয়া হয় না। আর যারা মানুষের জন্য কাজ করে, তাদের টার্গেট করা হয়। এটা কি তদন্ত, না কি রাজনৈতিক প্রতিহিংসা?’’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ভয় দেখিয়ে ‘ভেনেজুয়েলার মতো পরিস্থিতি’ তৈরি করতে চাইছে। কিন্তু বাংলার মানুষ তা মেনে নেবে না বলেও স্পষ্ট করেন তিনি।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ইডির এই অভিযানকে ‘গণতন্ত্রের উপর আঘাত’ বলে বর্ণনা করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, নির্বাচনের মুখে বারবার এই ধরনের অভিযান প্রমাণ করে বিজেপি রাজনৈতিক ভাবে পরাজয় নিশ্চিত জেনেই প্রশাসনিক চাপের পথ বেছে নিচ্ছে।

অন্যদিকে, বিজেপির দাবি, ইডি তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে। রাজনৈতিক চাপের অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছে, তদন্তের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আবহে এই অভিযান নতুন করে কেন্দ্র-রাজ্য সংঘাতকে আরও তীব্র করল। আর সেই সংঘাতের কেন্দ্রবিন্দুতেই এখন I-PAC-এ ইডির হানা এবং মুখ্যমন্ত্রীর কড়া বার্তা— ‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর