এক বধূকে খুনের অভিযোগ দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে - Bangla Hunt

এক বধূকে খুনের অভিযোগ দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে

By Bangla Hunt Desk - February 12, 2021

‌‌‌‌‌মালদাঃ- এক বধূকে পালিয়ে বিয়ে করার পর তাঁকে মেরে ফেলার অভিযোগ দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সকালে ওই বধূর গলাকাটা দ্বিখন্ডিত দেহ উদ্ধার হয় রেললাইনের ধার থেকে। এলাকার মানুষ খবর দিলে ছুটে আসে রেল পুলিশ। দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার পর থেকে অভিযুক্ত দ্বিতীয় স্বামী নিখোঁজ। চাঞ্চল্যকর ঘটনাটি ইংলিশবাজার শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেট সংলগ্ন রেল লাইনের ধার থেকে।

পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম আল্পনা মন্ডল(‌৪৪)‌। জানা গেছে, তাঁর প্রথম স্বামীর নাম অরুণ সিংহ। তিনি নারায়নপুরে গ্যাস ফ্যাক্টরিতে কাজ করেন। পুরাতন মালদার স্কুলপাড়া এলাকায় ভাড়া থাকেন তিনি। তাঁর দুই ছেলে। বছর তিনেক আগে আল্পনা পালিয়ে দ্বিতীয় বিয়ে করে। অভিযুক্ত দ্বিতীয় স্বামীর নাম বিপ্লব পাল। সে পেশায় টোটোচালক। শহররের কৃষ্ণপল্লী এলাকায় বিপ্লবের বাড়ি। মৃত আল্পনার প্রথম পক্ষের ছোট ছেলে বিপ্লবকুমার সিংহ অভিযোগ করে বলেন, ‘‌আমার মাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এই ঘটনায় চিত্তরঞ্জন বাজারের এক দোকানের মালিকও যুক্ত রয়েছে। ওই দোকানে মা কাজ করত এক সময়। ওই মালিকের কথামতো দ্বিতীয় বিয়ে করে মা। আমরা অভিযুক্তদের যথাযথ শাস্তি চাই।’‌

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর