একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে - Bangla Hunt

একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

By Bangla Hunt Desk - July 13, 2022

মালদাঃ- ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এবার একেবারে সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Ray) সামনে দলীয় সভায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল মালদার (Malda) বৈষ্ণবনগরে। দলীয় সভা থেকে ব্লক তৃণমূল সভাপতি ও তাঁর অনুগামীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা সভাপতি ও বিধায়কের বিরুদ্ধে।

এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভার একটি আয়োজন করা হয় । তাতে ব্লক তৃণমূল কংগ্রেসের সবাইকে আহবান করা হয় । এই সভায় ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য দুর্গেশ চন্দ্র সরকার গেলে তাকে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির সামনেই অপমানিত করে বৈষ্ণবনগরের বিধায়কা চন্দনা সরকার ।

আরো পড়ুন-  মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল নয় বছরের এক নাবালিকা

জানা গিয়েছে, মিটিংয়ের স্টেজে উপস্থিত সকলকেই বসার চেয়ার দিয়ে বরণ করা হলেও ব্লক সভাপতি দুর্গেশচন্দ্র সরকারকে দাঁড় করিয়েই রাখা হয় । বিষয়টি দেখে দুর্গেশচন্দ্র সরকারের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিবাদ করে । এরপরই প্রমোদ ভবন মিটিং হল থেকে ব্লক সভাপতিসহ তার সমর্থকদের বেরিয়ে যেতে বলেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী ও বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। তারপরেই প্রমোদ ভবন মিটিং হল থেকে বেরিয়ে আসে দুর্গেশ চন্দ্র সরকার সহ তার সমর্থকেরা ।

এরপরই তারা রাস্তায় দাঁড়িয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের কনভয়ের সামনে। এছাড়াও বিক্ষোভ দেখায় জাতীয় সড়কের ওপরে । এই প্রসঙ্গে ব্লক সভাপতির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ব্লক সভাপতিকে দলীয় সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি। আবার রাস্তায় যাঁরা ধরনা দেন, তাঁরা আদতে BJP কর্মী বলেও দাবি জানান তিনি।

অন্যদিকে, ঘটনার নিন্দায় সরব হয়েছে মালদা জেলা BJP নেতৃত্ব। পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chowdhury) আবার ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি জানিয়েছেন। তবে দলের শীর্ষ নেতৃত্বের সকলকে নিয়ে চলা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। গোটা ঘটনায় সরগরম হয়ে উঠেছে মালদা জেলার রাজনীতি।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর