একদিনে রেকর্ড, আক্রান্ত বেড়ে ৭৪৬৬! এশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে ভারত - Bangla Hunt

একদিনে রেকর্ড, আক্রান্ত বেড়ে ৭৪৬৬! এশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে ভারত

By Bangla Hunt Desk - May 29, 2020

চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার মুখে। ধীরে ধীরে সবই প্রায় খুলে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারতে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কারোনা আক্রান্তের সংখ্যা। এদিন ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৬৬। যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৬৫ হাজার ৭৬৬ জন। এরই সঙ্গে এশিয়ায় করোনা সংক্রমণে শীর্ষস্থানে পৌঁছে গেল ভারত।

আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী মৃত্যুর বিচারে চিনকে পিছনে ফেলেছে ভারত। এ মুহূর্তে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে চিনের থেকে দ্বিগুণ সংখ্যক মানুষ।

সারা বিশ্বে করোনা আক্রান্তে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। সেখানে ১৭ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়াও ভারত ছাড়া ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, রাশিয়া, ব্রাজিল ইত্যাদি দেশের অবস্থাও শোচনীয়। বর্তমানে বিশ্বে করোনা সংক্রমণের বিচারে ১৪ নম্বর স্থানে রয়েছে চিন। আর ভারতের স্থান নয় নম্বরে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর