এই মুহূর্তে চলবে না লোকাল ট্রেন! গুজব উড়িয়ে দিল রেল - Bangla Hunt

এই মুহূর্তে চলবে না লোকাল ট্রেন! গুজব উড়িয়ে দিল রেল

By Bangla Hunt Desk - June 15, 2020

আনলক ওয়ান শুরু হওয়ার পরেই চারিদিক লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়া নিয়ে খবর ছড়িয়েছিল। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিল রেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে হাওড়া ডিভিশনে কোন লোকাল ট্রেন চলবে না জানিয়ে দিল রেল।

লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়া নিয়ে হাওড়া ডিআরএম ‘ইশাক খান’ জানিয়েছেন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি সেই রকম কোনো নির্দেশ ও আমাদের কাছে এসে পৌঁছায়নি। তিনি এদিন জানান ওয়েস্টান রেল মহারাষ্ট্র সরকারের আবেদন মেনে তাদের কর্মীদের জন্য কিছু ট্রেন চালাচ্ছে। কিন্তু এখানকার রাজ্য সরকারের তরফে তেমন কোনো আবেদন আসেনি। ফলে লোকাল ট্রেন চালানোর কোন পরিকল্পনা আপাতত নেই। এমনকি শিয়ালদা শাখাতেও এই মুহূর্তে কোন লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা নেই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর