এই মুহুর্ত থেকে শুধু বালুরঘাট পুরসভাতে নয়, লকডাউন শুরু হলো গোটা দক্ষিন দিনাজপুর জেলায়। - Bangla Hunt

এই মুহুর্ত থেকে শুধু বালুরঘাট পুরসভাতে নয়, লকডাউন শুরু হলো গোটা দক্ষিন দিনাজপুর জেলায়।

By Bangla Hunt Desk - March 23, 2020

এবার শুধু বালুরঘাট পুরসভাতে নয়, লকডাউন শুরু হলো সারা দক্ষিন দিনাজপুর জেলায়। জেলায় সব ব্লক বাদ দিয়ে, শুধুমাত্র বালুরঘাট পুরসভাকে লকডাউন করা হয়েছিল কিন্তু জেলা প্রশাসনের তরফে অবস্থা সামাল দেওয়া নিয়ে জল্পনা চলছিল। সব মহলের তরফে পুরো জেলাকেই লকডাউন ঘোষনার কথাও বিভিন্ন প্রশাসনিক মহলে জানানো শুরু হয়েছিল। কেননা বাইরে থেকে ফেরত আসা শ্রমিকের সংখ্যা বালুরঘাট শহর বাদ দিয়ে অনান্য ব্লকেই বেশি। সেদিকে লক্ষ রেখে সচেতনতা ও সতর্কতা বজায় রাখার জন্য সমগ্র জেলাকেই লকডাউনের আওতায় আনার দাবি উঠেছিল বিভিন্ন মহলে।

বিকেলের পর সেই বার্তা জেলা প্রশাসনের হাতে চলে আসায় হাফ ছেড়ে বাচে জেলা প্রশাসনিক কর্তা ব্যাক্তিরা সহ স্বাস্থ্য দফতর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর