মে মাস থেকেই ফুলবাগান পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো ,জানালেন মেট্রো কর্তৃপক্ষ - Bangla Hunt

মে মাস থেকেই ফুলবাগান পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো ,জানালেন মেট্রো কর্তৃপক্ষ

By Bangla Hunt Desk - February 27, 2020

গত মাসের ১৩ ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করে যান রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি সেই উদ্বোধনে বলেছিলেন পুজোর আগেই ফুল বাগান পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সেই কথা শুনে সাধারণ মানুষ খুবই আনন্দিত হন। তবে এবার কলকাতা বাসীর জন্য আরো বড় সুখবর। মেট্রোর জিএম মনোজ জোসি বললেন এবার আর এতদিন আর অপেক্ষা করতে হবে না। মে মাস থেকেই ফুলবাগান পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো । মেট্রো চালানোর জন্য তিনি কমিশনার অফ রেলওয়ে কে অনুরোধ করেছেন। মেট্রো কর্তৃপক্ষও ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচলের জন্য সিগনালইন ব্যবস্থা থেকে শুরু করে ট্রায়াল রান সহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন। ফুলবাগান স্টেশন তৈরির কাজ শেষও একদম শেষের পর্যায়ে। তবে যাত্রী পরিষেবা মে মাস থেকে থেকে শুরু হবে বলে জানা গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর