উত্তরাখণ্ডের সীমান্তে ভারতীয় সেনাদের ওপর নজরদারি চালাচ্ছে নেপালি পুলিশ - Bangla Hunt

উত্তরাখণ্ডের সীমান্তে ভারতীয় সেনাদের ওপর নজরদারি চালাচ্ছে নেপালি পুলিশ

By Bangla Hunt Desk - September 02, 2020

চিনের নির্দেশে এবার ভারতীয় জওয়ানদের ওপর নজরদারি চালাচ্ছে নেপাল। কিছুদিন আগেই নেপাল নতুন মানচিত্র প্রকাশ করে ভারতের উত্তরাখণ্ডের কালাপানি ও লিপুলেখ কে নিজেদের এলাকা বলে দাবি করে। এরপর ভারত সরকার সীমান্তে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য উত্তরাখান্ড থেকে মানস সরোবর পর্যন্ত রাস্তা তৈরি সিদ্ধান্ত নেয়। তারপর থেকেই নেপালের সঙ্গে বিবাদের সূত্রপাত।
উত্তরাখণ্ডের লিপুলেখ ও কালাপানি উপত্যাকায় ভারতীয় জওয়ানদের ওপর নজরদারি শুরু করেছে নেপালি পুলিশ।

নেপালি সংবাদমাধ্যম সূত্রের খবর, গত সপ্তাহে কেপি শর্মা ওলি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নেপালি আমর্ড পুলিশ ফোর্স এর কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে উত্তরাখণ্ডের কালাপানি উপত্যকায় ভারত-চিন ও নেপাল সীমান্তে আরো পুলিশ মোতায়েন করা হবে। আর সেইসব পুলিশকর্মীরা ভারতীয় জওয়ানদের ওপর নজরদারি চালাবে। এরপরই ওই এলাকায় নেপাল আমর্ড পুলিশ ফোর্সের ৪৪ নম্বর ব্যাটেলিয়ানকে মোতায়েন করা হয়। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, চিনের নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছে নেপাল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর