উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আর করোনা চিকিৎসা হবে না - Bangla Hunt

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আর করোনা চিকিৎসা হবে না

By Bangla Hunt Desk - April 09, 2020

শিলিগুড়ি ০৯ এপ্রিল ; উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এখন থেকে আর করোনার রোগীকে রাখা হবেনা। বৃহস্পতিবার উত্তরকন্যায় জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্য করোনা বিশেষজ্ঞ কমিটি। বৈঠক শেষে কমিটির প্রধান ডাক্তার অভিজিৎ চৌধুরী সাংবাদিকদের একথা জানান। পাশাপাশি তিনি বলেন, কারও যদি জ্বর,সর্দি,কাশি বা শ্বাসকষ্ট হয় তাহলে প্রথমেই তাকে নার্সিংহোমে যেতে হবে। সেখান থেকে যদি চিকিৎসকরা মনে করেন তাকে আইসোলেশন পাঠানো হবে কিন্তু সেটা মেডিক্যালে নয়, সেটা আরেকটি নার্সিংহোমে পাঠাতে হবে। যেখানে যথেষ্ট ভালো পরিকাঠামো রয়েছে। আর আতঙ্কের কিছু নেই, কারণ করোনা হলেই মানুষ মারা যায় না, এমনকি সকলের ভেন্টিলেশনও লাগেনা। তবে এটাও ঠিক এই পরিস্থিতি আগামী এক দুই সপ্তাহ চলবে এমন নয় আগামী কয়েক মাস এরকম পরিস্থিতি থাকবে। তবে যেভাবে গুজব ছড়াচ্ছে তা ঠিক নয়। আতঙ্কেও অনেকে জ্ঞান হারায়। তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ করোনা বাতাসে উড়ে বেড়ায়না। এসব গুজব বন্ধ করলে সকলেই আরও ভালো থাকবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর