ঈদে বাড়ির বাইরে বেরোবেন না, বিজেপি ভিডিও তোলার জন্য ওঁৎপেতে বসে আছে! মমতা - Bangla Hunt

ঈদে বাড়ির বাইরে বেরোবেন না, বিজেপি ভিডিও তোলার জন্য ওঁৎপেতে বসে আছে! মমতা

By Bangla Hunt Desk - May 23, 2020

সোমবার খুশির ঈদ। ঈদে সাম্প্রদায়িক উস্কানি থেকে সবাইকে সতর্ক করলেন মমতা। মুসলিম সম্প্রদায়ের সবথেকে বড় পরব হল পবিত্র ঈদ। কিন্তু দেশজুড়ে লকডাউন এর জেরে এবার ঘরে বসেই ঈদ পালন করতে হবে এমনই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।

ঈদে কেনো বাইরে বেরোনো যাবে না তাও বুঝিয়ে বলেন তিনি। তিনি বলেন আমাকে যদি একটু ভালোবাসে থাকেন, ভরসা করেন, দয়া করে এবার ঈদে বাড়িতে থাকুন, পরিবারের সঙ্গে কাটান, নইলে আপনাদের সম্প্রদায়ের মধ্যে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বার্তাও দেন তিনি।

এদিন মমতা বলেন “তেলিনিপাড়া, টিকিয়াপাড়া দেখেছেন তো বিজেপি ওঁৎ পেতে বসে আছে ভিডিও করবে বলে। কখন একটা শকুনি মরবে আর সেই শকুনির মাংস খাবে”। ঈদে মুসলিমদের ঘরে রাখতে এমনই বিজেপির ভয় দেখান তিনি। ঈদে সাম্প্রদায়িক উস্কানি থেকে সবাইকে সতর্ক করেন তিনি।

উল্লেখ্য, গত দুমাস ধরে দেশজুড়ে লকডাউন চলছে। অভিযোগ দিল্লির নিজামুদ্দিন থেকে সারাদেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এদিকে রাজ্যেও বিভিন্ন জায়গায় মুসলিমরা লকডাউন মানছেন না বলে অভিযোগ। যা নিয়ে রাজ্যকে চিঠিও পাঠায় কেন্দ্র। তাই ঈদে লকডাউন শিথিল না করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখেন পশ্চিমবঙ্গের ইমামদের সংগঠন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর