'ইসবার ৪০০ পার', বিজেপির স্বপ্ন পূরণ হবে না! পরিস্থিতি বিজেপির বিপক্ষে - Bangla Hunt

‘ইসবার ৪০০ পার’, বিজেপির স্বপ্ন পূরণ হবে না! পরিস্থিতি বিজেপির বিপক্ষে

By Bangla Hunt Desk - March 29, 2024

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার অর্থাত্‍ আজ এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল বলেছেন, “পরিস্থিতি বিজেপির পক্ষে যাচ্ছে না। এটা (বিজেপির ৩৭০ জোগাড় করা) খুব কঠিন কারণ তারা এবার কিছুই করেনি। আমরাও ব্যবসা করি এবং আমরা ভয়ে থাকি যে আমরা যদি কিছু বলি তবে তারা ইডি এবং সিবিআইকে আমাদের পিছনে ফেলে দেবে।

দ্বিতীয় বড় বিষয় হচ্ছে তারা সংবিধান পরিবর্তন করবে, কিন্তু এর জন্য তাদের ৪০০ প্লাস প্রয়োজন যা তাদের কাছে স্বপ্ন হয়ে থাকবে যা পূরণ হবে না। যদি ইন্ডিয়া জোটের মধ্যে থাকা দলগুলো একসঙ্গে লড়তে রাজি হত, তাহলে পরিস্থিতি অন্যরকম হত, কিন্তু এখন তাতে বিজেপির লাভ হবে।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর