ইতিহাস গড়ল ইসরো! সূর্যের কাছে কক্ষপথে ঢুকে পড়ল ভারতের প্রথম সৌরযান Aditya-L1 - Bangla Hunt

ইতিহাস গড়ল ইসরো! সূর্যের কাছে কক্ষপথে ঢুকে পড়ল ভারতের প্রথম সৌরযান Aditya-L1

By Bangla Hunt Desk - January 06, 2024

বাংলাহান্ট ডেস্কঃ ইতিহাস গড়ল ইসরো! সূর্যকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য চূড়ান্ত কক্ষপথে (ল্যাগ্রাঞ্জ-1 পয়েন্ট) প্রবেশ করল ভারতের প্রথম সৌরযান Aditya-L1। আর এই সাফল্যে জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ল্যাগ্রাঞ্জ-1 পয়েন্ট হল, সেই জায়গা যেখানে পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ভারসাম্য রয়েছে। এই পয়েন্টটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে, যা সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বের মাত্র এক শতাংশ। বিকেল ৪.২৫-এ এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সুখবর দেয় ইসরো। গত বছর ২ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল এটি। নাসার পর মহাকাশে L1 পয়েন্টের হ্যালো কক্ষপথে পৌঁছল ইসরোর সৌরযান।

গত বছর অর্থাৎ ২০২৩ সালের ২রা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দেশের প্রথম সৌর মিশন আদিত্য-এল 1 লঞ্চ করেছিল। মিশনের লক্ষ্য , সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট (L1)-এর চারপাশে একটি কক্ষপথ থেকে সূর্যকে পরীক্ষা করা, যা পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি দূরে অবস্থিত।

আরো পড়ুন-  আমেরিকায় হিন্দু মন্দিরে হামলা! ‘মোদি একজন জঙ্গি’ দেওয়ালে লিখলেন খালিস্তানি সন্ত্রাসীরা

সৌরযানটি সাতটি বৈজ্ঞানিক পেলোড দিয়ে তৈরি করা হয়েছে। দেশীয়ভাবে এই পেলোড তৈরি করা হয়েছে। ইলেক্ট্রোম্যাগনেটিক পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করে এই পেলোডগুলি বিশেষভাবে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তরগুলি পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে।

দীর্ঘ ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে মহাকাশযানটি। চন্দ্রযান-৩ উৎক্ষেপণের সাফল্যের পর, ফের ISRO-এর মুকুটে নয়া পলক। আদিত্য L1 মহাকাশে ভ্রমণের ১২৬ দিন পূর্ণ করেছে।

আদিত্য L1 আগামী ৫ বছরের জন্য সৌরজগৎ নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা চালাবে। সূর্যের L1 পয়েন্টে পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি একই থাকে। ISRO বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আদিত্যকে L1 পয়েন্টের চারপাশে হ্যালো অরবিটে স্থাপন করা। আদিত্য এল ওয়ানে ৭ টি পেলোড রয়েছে। এই সাতটি পেলোড সূর্যের বিভিন্ন রহস্য উন্মোচন করবে।

আদিত্য এল১-এর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

এপ্রসঙ্গে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছেন, ‘আমাদের বিজ্ঞানীদের নিরলস কৃতিত্বের আরও একটি একটি প্রমাণ। আজ সফলভাবে ভারতের প্রথম সৌরমিশন তার নির্দিষ্ট গন্তব্যে সফল ভাবে পৌঁছেছে। আমি দেশবাসীর সঙ্গে আজকের এই খুশির মুহূর্ত ভাগ করে নিচ্ছি। আমরা মানবতার কল্যাণে বিজ্ঞানের এই অগ্রগতিকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাব’।

https://x.com/narendramodi/status/1743588153229738078?s=20

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর