করোনা আতঙ্কে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনতে ইতালি বিশেষ বিমান পাঠালো নয়াদিল্লি - Bangla Hunt

করোনা আতঙ্কে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনতে ইতালি বিশেষ বিমান পাঠালো নয়াদিল্লি

By Bangla Hunt Desk - March 15, 2020

দীর্ঘদিন আগেই ভারত থেকে ইতালিতে পড়তে যাওয়া ভারতীয় স্টুডেন্টরা করোনা ভাইরাসের জেরে ওখানে আটকে পড়ে। ফ্লাইট এর টিকিট বুক করলেও ফ্লাইট বাতিল হওয়ার দরুন তারা দেশে ফিরতে পারছিল না। তখন ভারত সরকারকে তারা আবেদন জানায়, তাদের ভারতে ফিরিয়ে আনার জন্য ।

তাই এদিন ইতালিতে আটকে পড়ায় ২২১ জন ভারতীয় পড়ুয়াকে একটি বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে নিয়ে এলো কেন্দ্র সরকার।আজ সকালেই ওই বিমান দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছায়। আপাতত তাদের বিমানবন্দরের কোয়ারান্টাইনে ১৪ দিনের জন্য রাখা হবে। এই ১৪ দিনে যদি তাদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ না দেখা যায় তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে।

এদিকে ইতালিতে করোনাভাইরাস এর জেরে শুক্রবার প্রাণ হারিয়েছে আরো ১৭৫ জন। তাই ইতালিতে এখন করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৪১১ জন। ইতালিতে সাধারণ মানুষের জীবন এখন বিপন্ন। একসময়ের টুরিস্ট এ ভরা ইতালি আজ জনশূন্য পরিণত হয়েছে। স্কুল কলেজ মার্কেট সমস্ত জায়গায় বন্ধ করা রয়েছে। যত দিন যাচ্ছে বেড়ে চলছে মৃতের সংখ্যা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর