ইউক্রেনের ডনবাস দখল নেওয়ার দাবি রাশিয়ার - Bangla Hunt

ইউক্রেনের ডনবাস দখল নেওয়ার দাবি রাশিয়ার

By Bangla Hunt Desk - July 05, 2022

ইউক্রেনের ডনবাস অঞ্চল সম্পূর্ণভাবে রাশিয়ার দখলে চলে এসেছে। এমনটাই দাবি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুউগুর। বিষয়টি তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও জানিয়েছেন। রবিবার সের্গেই বলেন, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনের লিসিচানস্ক শহর। ইতিমধ্যেই তা দখলে নিয়েছে রুশ সেনা। এছাড়া, গোটা লুগানাস্ক অঞ্চলও রাশিয়ার দখলে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, লিসিচানস্ক সহ পার্শ্ববর্তী সমস্ত গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ রুশ সেনা ও তাদের বিচ্ছিন্নতাবাদী সহযোগীদের হাতে চলে এসেছে। অর্থাত্, ইউক্রেনের সমগ্র ডনবাস অঞ্চল নিজেদের দখলে নিয়েছে পুতিনের দেশ। যদিও রাশিয়ার এই দাবি ঘিরে ইউক্রেনের তরফে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর