ইংরেজবাজার বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মী সভা - Bangla Hunt

ইংরেজবাজার বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মী সভা

By Bangla Hunt Desk - October 10, 2020

মালদা: ইংরেজবাজার বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জহুরা তলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো কর্মী সভা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, কো-অর্ডিনেটর বাবলা সরকার, অম্লান ভাদুরি, নরেন্দ্রনাথ তেওয়ারি সহ অন্যান্যরা। এদিন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বাবলা সরকার জানান রাজ্য নেতৃত্বে নির্দেশ মতো জেলার ১২টি বিধানসভা কেন্দ্রে কর্মীসভার আয়োজন করা হয়েছে। আজ ইংরেজবাজার বিধানসভায় এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল। কেন্দ্রে থাকা বিজেপি সরকার মানুষকে বোকা বানাচ্ছে। সমস্ত কিছুকে বেসরকারিকরণ করছে। মানুষ এর যোগ্য জবাব দিবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর