আসন্ন পৌরসভা নির্বাচনে বিজেপি নতুন স্লোগান "আর নয় অন্যায়" , সাংবাদিক সম্মেলনের জানালো দিলীপ ঘোষ - Bangla Hunt

আসন্ন পৌরসভা নির্বাচনে বিজেপি নতুন স্লোগান “আর নয় অন্যায়” , সাংবাদিক সম্মেলনের জানালো দিলীপ ঘোষ

By Bangla Hunt Desk - February 29, 2020

সামনেই পৌরসভার ভোট আসছে, রাজ্য সরকার তা ঘোষণা করে দিয়েছে আগেই। তাই কোনো রাজনৈতিক দলই সময় নষ্ট করতে চাইছে না।

আবার রাজ্য বিজেপি তাদের নিবাচনের স্লোগান ( আর নয় অন্যায় )জারি করে দিল। আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলনে জানান,”আমার একটা ক্যাম্পেইন লঞ্চ করছি,নাম হচ্ছে আর নয় অন্যায়, পশ্চিমবঙ্গের যা যা অরাজকতা চলছে। গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িক হিংসা ,রাজনৈতিক হিংসা, দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচার, শিক্ষাক্ষেত্রে অনিয়মিত, শিল্পের অনিয়মিত এই সব বিষয় কে একটি ট্যাগ লাইন দিয়ে
পশ্চিমবঙ্গে প্রচার শুরু করবো”।

দিলীপ ঘোষ আরো জানান,”আর নয় অন্যায়”এই নামে তার একটা ওয়েবসাইট তৈরি করবেন। সোশ্যাল মিডিয়াতেও করা হবে প্রচার।

আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে একে একে সব রাজনৈতিক দল মাঠে নেমে পড়ছে এবং সাধারন জনগনের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর