আলিপুরদুয়ারে মিলল ৪ করোনা আক্রান্তের খোঁজ! জেলাকে অরেঞ্জ জোন ঘোষনা - Bangla Hunt

আলিপুরদুয়ারে মিলল ৪ করোনা আক্রান্তের খোঁজ! জেলাকে অরেঞ্জ জোন ঘোষনা

By Bangla Hunt Desk - April 30, 2020

আলিপুরদুয়ার ৩০ এপ্রিল ; গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ারে ৪ জনের শরীরে মিলল করোনা পজিটিভ৷

আক্রান্ত চার জনের প্রত্যেকেই আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বাসিন্দা। তারা সকলেই দিল্লি থেকে ফিরে বারোবিশার কোয়ারেন্টিন সেন্টারে ছিলেন। শারীরিক অসুস্থতা বোধ করায় তাদের সোয়াব টেস্ট করানো হয়। সোয়াব টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি স্বিকার করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা।
এদিন ৪ ব্যক্তির শরীরে করোনা পজিটিভ মেলায় রাতারাতি আলিপুরদুয়ারকে গ্রিন জোন থেকে অরেঞ্জ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে৷

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর