আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক - Bangla Hunt

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

By Bangla Hunt Desk - January 19, 2026

নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা শিল্পে আরও এক ঐতিহাসিক সাফল্য। আর্মেনিয়ার উদ্দেশে অত্যাধুনিক গাইডেড পিনাকা রকেট সিস্টেম পাঠানো শুরু করল ভারত। প্রতিরক্ষা সূত্রের খবর, ইতিমধ্যেই প্রথম ধাপের ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের জোরে তৈরি এই রকেট ব্যবস্থা আন্তর্জাতিক বাজারে ভারতের শক্ত অবস্থানকে আরও পোক্ত করল।

সূত্রের দাবি, আর্মেনিয়ার সঙ্গে ভারতের প্রায় ২৫০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ২,০০০ কোটি টাকা) মূল্যের একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি হয়েছে। সেই চুক্তির আওতায় আর্মেনিয়া পাবে ৪টি পিনাকা ব্যাটারি, সঙ্গে থাকবে সংশ্লিষ্ট লঞ্চার যান, গোলাবারুদ এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রয়োজনীয় অন্যান্য সহায়ক সরঞ্জাম।

আর্মেনিয়ার জন্য যে পিনাকা সিস্টেম সরবরাহ করা হচ্ছে, তার বিশেষত্ব হল ৭৫ কিলোমিটার পাল্লার গাইডেড রকেট ভ্যারিয়েন্ট। এই রকেট অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দ্রুত মোতায়েনযোগ্য এই মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম যুদ্ধক্ষেত্রে ব্যাপক ধ্বংসক্ষমতা তৈরি করতে পারে বলে সামরিক বিশেষজ্ঞদের মত।

এই রকেট ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ তৈরি হয়েছে ভারতের Solar Defence সংস্থায়, যা ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। ফলে দেশীয় প্রতিরক্ষা শিল্পের অংশগ্রহণও এই সাফল্যে উল্লেখযোগ্য।

প্রতিরক্ষা মহলের মতে, এই ডেলিভারি শুধু বাণিজ্যিক সাফল্য নয়, কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এর ফলে ভারত–আর্মেনিয়া সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছবে। পাশাপাশি, আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

একসময় যেখানে ভারত ছিল বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক, সেখানে এখন ভারত নিজেই হয়ে উঠছে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকারক দেশ—পিনাকা রকেটের আর্মেনিয়া যাত্রা সেই পরিবর্তনেরই জোরালো বার্তা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর