আরো এক নক্ষত্রের পতন! চলে গেলেন প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী - Bangla Hunt

আরো এক নক্ষত্রের পতন! চলে গেলেন প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী

By Bangla Hunt Desk - April 30, 2020

ভারতীয় ফুটবলের নক্ষত্র পতন। চলে গেলেন কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে গোটা ক্রিয়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন চুনী গোস্বামী। ফুটবলের পাশাপাশি ক্রিকেট ও টেনিস খেলাতেও পারদর্শী ছিলেন তিনি। বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি টেনিস রেকেট হাতে তার প্রতিভা প্রশংসা কুড়িয়েছে। ১৯৬২ সালে এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ৫০ টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবল ছাড়া ও ক্লাব স্তরে চুনী গোস্বামীর অবদান ময়দানের আনাচে-কানাচে এখনও শোনা যায়।

দীর্ঘদিন ধরেই সুগার ও স্নায়ু জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৫৪-৬২ সাল পর্যন্ত মোহনবাগানে খেলে ছিলেন তিনি। তারপর ১৯৫৬ সালে আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক। দেশের হয়ে করেছেন ১১ টি গোল। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অলিম্পিকেও। ১৯৬২ তার নেতৃত্বে এশিয়ান গেমসে সোনা জয় করে ভারত। অবসরের পর ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বও সামলেছেন তিনি। ১৯৬৩ সালে অর্জুন পুরস্কার, ১৯৮২ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০০৫ সালে মোহনবাগান রত্ন ভূষিত হন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর