হোয়াটসঅ্যাপের পর টিকটকে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ফাঁস সোশ্যাল মিডিয়ায় - Bangla Hunt

হোয়াটসঅ্যাপের পর টিকটকে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ফাঁস সোশ্যাল মিডিয়ায়

By Bangla Hunt Desk - February 11, 2020

পর্ষদ জুড়ে এত কড়াকড়ির মধ্যেও ফের একবার হোয়াটসঅ্যাপে পর টিকটকে ভিডিও করে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। মাধ্যমিকের দ্বিতীয় দিনে পরীক্ষা শুরুর আধঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করল মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র। যদিও পরীক্ষা চলাকালীন এটা বলা সম্ভব হচ্ছে না এটা আসল প্রশ্নপত্র কিনা। তবুও কিভাবে বের হয়ে যাচ্ছে প্রশ্নপত্র এই নিয়ে কপালে ভাঁজ পড়েছে শিক্ষক- শিক্ষিকাদের।
এই ঘটনাটি ঘটেছে মালদা জেলায়। মালদা জেলার ৪৩ টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদা জেলা পুলিশ সূত্রে খবর এই ঘটনায় পুলিশ আজকে একজনকে গ্রেপ্তার করেছে। মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই বর্ষা নামে এক টিকটক প্রোফাইল থেকে এই ভিডিও শেয়ার করা হয়। আর মুহূর্তে সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। ১৫ সেকেন্ডের এই ভিডিওতে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্রের প্রতিটি পাতার ছবি পরিষ্কার দেখা যাচ্ছে।
অপরদিকে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার আঁতপুর এলাকার় একটি স্কুলে তিনজন পরীক্ষার্থীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। এই মোবাইল ফোন গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তারা সকলেই বহিরাগত পরীক্ষার্থী বলে খবর। পর্ষদ সূত্রের জানা যায় ওই তিনজনকে আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

ফাঁস হওয়া ইংরেজি প্রশ্নপত্রটি ভিডিও থেকে নেওয়া
( যদিও bangla hunt.in এই ভিডিওর সত্যতা যাচাই করে নি )।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর