ফেব্রুয়ারিতেই সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে বিশ্বের সবথেকে বড় বৈদিক মন্দির - Bangla Hunt

ফেব্রুয়ারিতেই সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে বিশ্বের সবথেকে বড় বৈদিক মন্দির

By Bangla Hunt Desk - February 11, 2020

বিশ্বের সবথেকে বড় বৈদিক মন্দির তৈরি হচ্ছে মায়াপুরে। ইসকন সূত্রে খবর ফেব্রুয়ারিতেই সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির। শ্রীকৃষ্ণের ভজনের জন্য মায়াপুর এক খুবই পরিচিত নাম। তাছাড়া ইসকনের হেডকোয়ার্টারও মায়াপুর। এই মন্দির খুলে গেলে একসঙ্গে বহু ভক্ত সেখানে প্রার্থনা করতে পারবেন।
প্রায় বছর দশেক আগে এই মন্দির তৈরীর কাজ শুরু হয়েছিল। ২০২২ সালের মধ্যে এই মন্দিরের কাজ শেষ হবে বলে আগেই জানিয়েছিল ইসকন কতৃপক্ষ। তাই এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। প্রায় ১ লক্ষ স্কয়ার ফুট জুড়ে তৈরি হচ্ছে এই মন্দির। একসঙ্গে ১০,০০০ ভক্ত সেখানে একসঙ্গে উপাসনা করতে পারবেন।
ইসকনের তরফে জানানো হয়েছে বৈদিক প্লানেটোরিয়াম বা টি.ও.ভি.পি নামে এটিই হবে বিশ্বের সবথেকে বড় বৈদিক মন্দির। গোটা বিশ্বের মানুষকে মায়াপুরে নিয়ে আসার জন্যই এই মন্দির। ইসকনের তরফে আরও বলা হয়েছে ধর্ম- বর্ণ নির্বিশেষে সবার জন্য খোলা থাকবে এই মন্দিরের দরজা। প্রত্যেক বছর মায়াপুরে ৬০ লক্ষ মানুষ আসেন। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মায়াপুরকে হেরিটেজ হিসেবেও ঘোষণা করেছেন।
৩৮০ ফুট উঁচু সেই মন্দিরে ব্যবহার করা হয়েছে বিশেষ নীল রঙের বলিভিয়ান মার্বেল। বিশাল বড় বড় ঝাড়বাতি দিয়ে সাজানো হবে এই মন্দির। মন্দিরের তিনটি বিশাল গম্বুজে লাগানো হয়েছে বিশাল আকারের তিনটি সোনার তৈরি সুদর্শন চক্র। রাশিয়া থেকে আনা হয়েছে এগুলো। এই মন্দির তৈরীর কাজে এখনো পর্যন্ত প্রায় দু’কোটি কিলোগ্রাম সিমেন্ট ব্যবহার করা হয়েছে। মন্দিরের প্রতিটি ফ্লোরে বসানো হয়েছে সাদা মার্বেল। ইসকনের তরফে জানানো হয়েছে ভিয়েতনাম থেকে আনা হয়েছে এই মার্বেল, কিছু মার্বেল রাজস্থান থেকেও আনা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই এই মন্দির আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর