আমার দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম’, ভরা বৈঠকে জেলাশাসককে তোপ মমতার - Bangla Hunt

আমার দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম’, ভরা বৈঠকে জেলাশাসককে তোপ মমতার

By Bangla Hunt Desk - May 30, 2022

সোমবার পুরুলিয়ার প্রশাসনিক সভায় অভিযোগ ওঠে ইটভাটা থেকে রাজ্যসরকারের যে রাজস্ব পাওয়ার কথা তা চলে যাচ্ছে সরকারি কর্মীদের(Govt Employees) পকেটে। এরপরেই ক্ষুব্ধ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পুরুলিয়ার(Purulia) জেলা শাসককে দাঁড় করিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমার দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম।”

আরো পড়ুন- আদিবাসীদের জমি দখল করলে BLRO-নামে এফআইআর হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

শুক্রবার জেলার প্রশাসনিক বৈঠকে তৃণমূলের এক নেতা দিদির কাছে নালিশ করেন, এলাকার ইটভাটা থেকে পাওয়া সরকারি টাকার হিসাব পাওয়া যায় না। কয়েকজনের পকেটে নাকি সেই টাকা ঢোকে। এই অভিযোগ শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন মমতা। সঙ্গে সঙ্গে জেলাশাসককে প্রশ্ন করেন মুখ্য়মন্ত্রী। বলেন, “ডিএম শুনতে পাচ্ছো? এগুলো কিন্তু তৃণমূল করেনি। করছে প্রশাসনের নীচের তলার কর্মীরা।”

মমতা আরও বলেন, “নিজেরা টাকাটা নেয়, নিজেরাই খেয়ে নেয়! কী জেলা চালাচ্ছো তুমি? এতদিন জেলায় আছ। আমার ধারণাই বদলে গেল! এত কিছু দিচ্ছি মানুষকে, তবু কয়েক জন এত লোভী কেন হয়ে গিয়েছে! আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম। তাঁদের আমি সবসময় শাসন করি।”

জেলাশাসককে মমতার কড়া নির্দেশ, “আমি কথা বলছি, তোমার পুলিশ যাবে, তদন্ত করবে। একে বলে প্রশাসন, একে বলে কাজ। গরিব মানুষ যখন একটা কমপ্লেন করে, আমি নিতে পারি না। সে যে-ই হোক!” এদিন জেলাশাসকের উপর মমতার ক্ষোভ সরকারি মহলে শোরগোল ফেলে দিয়েছে।

প্রসঙ্গত, প্রশাসনিক বৈঠকে এর আগেও আমলা-পুলিশকর্তাদের উপর খড়গহস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী। ভরা বৈঠকে তুলোধনা করেছেন। কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরে পূর্ত দফতরের উপর ফেটে পড়েন মমতা। বলেন, পিডব্লুডি-র এত খাই কেন, এত চাহিদা কেন, কাজ করাতে এত খরচ হচ্ছে কেন। তিনি জেলাশাসক এবং সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন পূর্ত দফতরকে দিয়ে সব কাজ করানোর দরকার নেই। বরং এইচআরবিসি-র ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর