ঘূর্ণিঝড় আমাফানের পর এবার বড় ভূমিকম্পে কাঁপলো ভারতের একাধিক রাজ্য - Bangla Hunt

ঘূর্ণিঝড় আমাফানের পর এবার বড় ভূমিকম্পে কাঁপলো ভারতের একাধিক রাজ্য

By Bangla Hunt Desk - May 25, 2020

গুয়াহাটি ২৫ মে ; সুপার সাইক্লোন আমফানের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর- পুর্ব ভারতের বেশ কিছু রাজ্য। আজ রাত ৮টা ১২ মিনিট নাগাদ এদিন কম্পন অনুভূত হয় মণিপুরে ৷ পাশাপাশি ভূমিকম্পে কেঁপে ওঠে গুয়াহাটি-সহ অসমের একাংশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং মিজোরাম ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল এদিন ৫.১।

একদিকে করোনার মতো মহামারীতে অস্থির হয়ে উঠেছে গোটা দেশ। তার ওপর সুপার সাইক্লোন আমফানের দাপটে পুরোপুরি লন্ডভন্ড ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার মতো রাজ্য। এবার হলো ভূমিকম্প। ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব ভারতের একাধিক রাজ্য।

সোমবার সন্ধ্যায় এই কম্পন অনুভূত হয়েছে অসম, মনিপুর ও মিজোরামে। মেঘালয় ও নাগাল্যান্ডেও এই কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। জানা গেছে পূর্ব ভারতের মনিপুর এই ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশেও বেশ কিছু জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর