'আমাদের সংসদে বিরোধীদের মাইক বন্ধ করে দেওয়া হয়', লন্ডনে মোদী সরকারের সমালোচনা রাহুলের - Bangla Hunt

‘আমাদের সংসদে বিরোধীদের মাইক বন্ধ করে দেওয়া হয়’, লন্ডনে মোদী সরকারের সমালোচনা রাহুলের

By Bangla Hunt Desk - March 07, 2023

ফের একবার ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে মোদী সরকারের সমালোচনা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ব্রিটিশ এমপি-দের সঙ্গে কথা বলতে গিয়ে দেখলেন মাইক খারাপ। রাহুল গান্ধীর মতে, অবস্থাটার সঙ্গে ভারতীয় সংসদের মিল আছে। তবে সেখানে মাইক খারাপ হয়নি। বিতর্কের কণ্ঠরোধ করা হয়েছে।

ঠিক কী বলেছেন রাহুল গান্ধী?

ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনাসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী দেখেন তাঁর মাইক খারাপ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি নিছক মজার ছলে বলেন, “এই পরিস্থিতির সঙ্গে ভারতীয় সংসদের মিল রয়েছে। তবে সেখানে মাইক খারাপ হয় না। বিতর্ক চলাকালীন বিরোধীদের কণ্ঠরোধ করতে মাইক বন্ধ করে দেওয়া হয়।”

আরো পড়ুন- এপ্রিলেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে ‘প্রথম’ মেট্রো

ব্রিটিশ এমপি বীরেন্দ্র শর্মার আমন্ত্রণে হাউস অব কমন্সের ব্রিটিশ এমপি-দের একাংশের সঙ্গে কথা বলেন রাহুল। তিনি বলেন, “নোটবন্দি, GST, চিনা আগ্রাসনের মতো বিষয় নিয়ে সংসদে আলোচনাই করতে দেওয়া হয়নি ভারতীয় সংসদে। আমার সংসদের বিতর্কের কথা মনে আছে। আমি কথা বলার সময় বহুবার বন্ধ করে দেওয়া হয়েছে মাইক্রোফোন। কিন্তু, এখন আমরা সংসদের বদলে অন্য মঞ্চে বিতর্কের জন্য প্রশ্ন তৈরি করি। পরিস্থিতি বদলাচ্ছে। সংসদের বাইরে দাঁড়ানোর জন্যও আমাদের গ্রেফতার করা হয়েছে। তবে আমাদের লড়াই চলবে।”

অনুষ্ঠান চলাকালীন ব্রিটিশ সাংসদদের দেখা গিয়েছে রাহুলের কথা শুনে স্তব্ধ হয়ে যেতে। অনেকে আবার করতালিও দিয়েছেন।

রাহুলের বক্তব্য, ‘‘আমার সংসদের বিতর্কের কথা মনে আছে। কিন্তু এখন আমরা সংসদের বদলে অন্য মঞ্চে বিতর্কের জন্য প্রশ্ন তৈরি করি। পরিস্থিতি বদলাচ্ছে। সংসদের বাইরে দাঁড়ানোর জন্যও আমাদের গ্রেফতার করা হয়েছে। তবে আমাদের লড়াই চলবে।’’

রাহুলের বক্তব্য, ‘ভারত জোড়ো’ যাত্রা তাঁকে ধৈর্যশীল হতে, অন্যের কথা শুনতে শিখিয়েছে।ব্রিটিশ পার্লামেন্টে বসে রাহুল সোজাসুজি বলেন, ‘‘ভারতীয় গণতন্ত্র সঙ্কটের মুখে পড়েছে। ভেবে দেখুন ইউরোপের চেয়ে সাড়ে তিন গুণ বড় দেশ যদি অগণতান্ত্রিক হয়ে যায় তা হলে কী হবে? পশ্চিমের গণতান্ত্রিক দেশগুলির উপরে কী প্রভাব পড়বে?’’ ভারতের ভবিষ্যৎ নিয়ে রাহুলের কী ধারণা? তাঁর মতে, ‘‘ভারতের ভবিষ্যৎ ভালই। কিন্তু বর্তমান সঙ্কট কাটানো প্রয়োজন।’’রাহুলের শ্রোতাদের মধ্যে ছিলেন টিউলিপ সিদ্দিক, তনমনজিৎ ধেসি, নভ মিশ্র ও ভ্যালেরি ভাজ়ের মতো ব্রিটিশ এমপি-রা। হাজির ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য লর্ড বিলিমোরিয়া ও লর্ড ঢোলাকিয়াও।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর