আমফানের ধ্বংসলীলায় রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ৩৭ হাজার মানুষ - Bangla Hunt

আমফানের ধ্বংসলীলায় রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ৩৭ হাজার মানুষ

By Bangla Hunt Desk - May 22, 2020

সুপার সাইক্লোন আমফানে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ লক্ষ ৩৭ হাজার মানুষ। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাংলায় এপর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতি হয়েছে অসংখ্য বাড়ির, পড়ে গেছে অসংখ্য গাছ, বিদ্যুতের খুঁটি।

রাজ্য সরকারের তরফে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী ৩৮৪ পুরসভার ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মোট ১ লক্ষ ৩৭ হাজার মানুষ। সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে ক্ষতি হয়েছে রাজ্যের প্রায় ১০ লক্ষ বাড়ির। ঝড়ের তাণ্ডবে রাজ্যের মোট ৩৮৪ টি ব্লক ও পৌরসভা এলাকায় ক্ষতি হয়েছে। রাজ্যে দুর্গতদের সহায়তায় ৫ হাজার ৩৩৪ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে প্রায় ৬ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে।

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ২৪ পরগনা। এরপরই দুই মেদিনীপুর, হাওড়া হুগলি এবং নদীয়া। কলকাতাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে সাইক্লোন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। তারপরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন “আমি সব ঘুরে দেখেছি, এই কঠিন সময়ে বাংলার পাশে থাকবো। বাংলা যাতে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পারে তার জন্য ভারত সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে”। এরপরই তিনি রাজ্যকে ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা কথা করেন এবং মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর