আমফানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করলেন বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর - Bangla Hunt

আমফানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করলেন বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

By Bangla Hunt Desk - June 02, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত:- আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ বসিরহাট সাংগঠনিক জেলার অসংখ্য পরিবার। স্বরূপনগর বিধানসভা তারমধ্যে অন্যতম। মঙ্গলবার স্বরূপনগর বিধানসভায় আমফান ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর। তার সঙ্গে ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি শ্রী তারক নাথ ঘোষ এবং মন্ডল নেতৃত্ব। সেখানে গিয়ে তিনি ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং বঞ্চিত মানুষদের বিভিন্ন দাবিদাবা তুলে ধরেন বি.ডি.ও. এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধানের কাছে। এদিন শান্তনু ঠাকুর জানান অসহায় মানুষদের জন্য তিনি যথাযথভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে ছিল, আছে, থাকবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর