আমফানে ক্ষতিগ্রস্তদের অনুদান সরাসরি ব্যাংকের একাউন্টে দেওয়া হোক! এমনটাই দাবি গ্রামবাসীদের - Bangla Hunt

আমফানে ক্ষতিগ্রস্তদের অনুদান সরাসরি ব্যাংকের একাউন্টে দেওয়া হোক! এমনটাই দাবি গ্রামবাসীদের

By Bangla Hunt Desk - May 25, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত ; রাজ্যে আমফানের দাপটে জনজীবন বিপর্যস্ত। সুপার সাইক্লোন আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘর বাড়ি, উপড়ে গেছে বিশাল বিশাল গাছ, বিদ্যুতের খুঁটি। নষ্ট হয়েছে জমির ধান। আমফানের দাপটে দূর্বল নদীবাঁধ ভেঙে অসংখ্য মানুষ সর্বশান্ত। ঘরছাড়া মানুষগুলো আশ্রয় নিয়েছে স্কুল বাড়ি ও ত্রাণশিবিরে। কিন্তু দেখা দিয়েছে খাদ্য সংকট। এবার খাদ্য সংকটে ভোগা মানুষদের জন্য কমিউনিটি কিচেন চালু করল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চলা “কমিউনিটি কিচেনে” হতভাগ্য মানুষদের সাথে কষ্ট ভাগ করে নেওয়ার প্রয়াসে উপস্থিত ছিলেন সুকল্যাণ বৈদ্য ও অন্যান্য বিজেপি বলিষ্ঠ কর্মীরা।

গ্রামের সমস্ত প্রান্তিক পুরুষ এবং মহিলারা এলেন এবং তৃনমূলের জনপ্রতিনিধি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। শোনালেন তৃণমূল জনপ্রতিনিধিদের দ্বারা বঞ্চিত হওয়ার কাহিনী।
সবার একটাই আবেদন… “প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা রাজ্যের জন্য অনুমোদন করেছেন সেই টাকা যেন সরাসরি সর্বহারা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়, নাহলে তৃণমূল নেতারা সব টাকা খেয়ে নেবে”।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর