আমফানে বিপর্যয়ের মধ্যেও গত তিন দিনে সর্বোচ্চ কোভিড -১৯ টেস্ট করে রেকর্ড গড়ল বাংলা - Bangla Hunt

আমফানে বিপর্যয়ের মধ্যেও গত তিন দিনে সর্বোচ্চ কোভিড -১৯ টেস্ট করে রেকর্ড গড়ল বাংলা

By Bangla Hunt Desk - May 24, 2020

ঘূর্ণিঝড় আমফানের কারনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা। কিন্তু তা সত্ত্বেও গতকাল অর্থাৎ শনিবার একদিনে সর্বোচ্চ কোভিড- ১৯ পরীক্ষা করে রেকর্ড গড়ল বাংলা। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ৯০০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এদিন। সুপার সাইক্লোন আমফানের কারণে কোভিড-১৯ পরীক্ষা হয়েছিল কম, তবে ১৯ মার্চ এবং ২০ মার্চ যথাক্রমে পরীক্ষার সংখ্যাটা ছিল ৮,৭১২ এবং ৮,৭২২।

এ পর্যন্ত রাজ্যে মোট ১২৯,৬০৮ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। গত তিন সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে গত শনিবার রাজ্যে নতুন করে ১২৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৩২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৮১ জন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর