আবার ৪ করোনা পজেটিভ রোগীর খোঁজ মিলল দক্ষিণ দিনাজপুর জেলায় - Bangla Hunt

আবার ৪ করোনা পজেটিভ রোগীর খোঁজ মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়

By Bangla Hunt Desk - June 04, 2020

বালুরঘাট ৪ জুন; আজ বৃহস্পতিবার ৪ করোনা পজিটিভ রোগীর হদিস মিলল দক্ষিন দিনাজপুর জেলায়। এরা সবাই পারিযায়ী শ্রমিক। বেশ কয়েক দিন আগে ভিন রাজ্য থেকে জেলায় ফিরে আসে। এই চারজনের মধ্যে দু’জন বালুরঘাট ব্লকের, ১ জন গঙ্গারামপুর ব্লকের ও ১ জন হিলি ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। এর আগে জেলার ৮ টি ব্লকের মধ্যে হিলি ব্লক ছাড়া ৭ টি ব্লকেই করোনা পজিটিভ আক্রান্তের হদিস মিললেও হিলি ব্লকে এতদিন কোন করোনা রোগীর হদিস না পাওয়া গেলেও আজ ১ জনের হদিস মেলায় জেলার ৮ টি ব্লকেই করোনা আক্রান্তের খবর মিলল।

এদিকে জেলায় এই নিয়ে জেলা স্বাস্থ্য দফতর থেকে তিনদিন পর গতকাল ৩৭ জনের আক্রান্তের খবর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়। এর মধ্যে ২১ জন সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে বলে জানানো হয়েছে। এদিকে আজ এই সংক্রান্ত কোন প্রেস বিজ্ঞপ্তি জারি না করলেও দফতর সুত্রে এখবর পাওয়া গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর