আবার দুর্ঘটনা বর্ধমান স্টেশনে! ফলস সিলিং ভেঙে আহত ১ - Bangla Hunt

আবার দুর্ঘটনা বর্ধমান স্টেশনে! ফলস সিলিং ভেঙে আহত ১

By Bangla Hunt Desk - June 07, 2020

আবার দুর্ঘটনার কবলে পড়লে বর্ধমান স্টেশন! ৬ মাসের ব্যবধানে আবার ঘটলো দুর্ঘটনা। এবার ফলস সিলিং ভেঙে ঘটলো দুর্ঘটনা। রবিবার বর্ধমান স্টেশন এর মূল প্রবেশদ্বারের ফলস সিলিং এর একাংশ ভেঙে ঘটলো দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি ফলস সিলিং ভেঙে একজন শ্রমিক আহত হয়েছেন। যদিও সেই দাবি খারিজ করে দিয়ে রেল।

এর আগেও বর্ধমান স্টেশন এর মূল প্রবেশদ্বারের একটি অংশ ৪ঠা জানুয়ারি রাতে ভেঙে পড়ে। ওই ঘটনায় একজনের মৃত্যুও হয়। পড়ে ভেঙে পড়া সেই অংশটি পুনর্নির্মাণ করে রেল কর্তৃপক্ষ। কিন্তু আজ আবারো ঘটলো দুর্ঘটনা।

রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বারের ফলস সিলিং এর একাংশ। পরিযায়ী শ্রমিকদের দাবি সেই সময় স্টেশনে থার্মাল স্ক্রিনিং চলছিল। তাদের দাবি ফলস সিলিং ভেঙে একজন শ্রমিক নাকি আহতও হয়েছেন। যদিও এই দাবি মানতে নারাজ রেল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর