আবারও ভাঙন বিজেপিতে, কোনঠাসা BJP সাংসদ - Bangla Hunt

আবারও ভাঙন বিজেপিতে, কোনঠাসা BJP সাংসদ

By Bangla Hunt Desk - October 31, 2021

আবারও ভাঙল বিজেপি। বিজেপি সাংসদ রাজু বিস্তের ছায়াসঙ্গীরা যোগদান করল তৃণমূল কংগ্রেসে। আগেই জেলা সভানেত্রীর কাছে তাঁরা আবেদন করেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদানপর্ব স্থগিত রেখেছিল। গত শুক্রবার স্থগিতাদেশ তুলতেই একদিন বাদেই তৃণমূলে যোগদান করলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা সহ-সভাপতি জয়দীপ নন্দী ও সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু পাল।

উল্লেখ্য, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ছায়াসঙ্গী এই রাজু পাল। জয়দীপ নন্দী রাজু বিস্তের ঘনিষ্ঠ বলে পরিচিত। শনিবার শিলিগুড়ি জেলা কার্যালয় বিধান ভবনে জয়দীপ নন্দী ও রাজু পালের নেতৃত্বে কয়েক হাজার বিজেপি কর্মী ও তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। পরে জয়দীপ নন্দী বলেন, বাংলার ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেস। তাই যোগ দিলাম।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর