আপাতত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়, শুভেন্দুর করা মামলার শুনানিতে নির্দেশ হাইকোর্টের - Bangla Hunt

আপাতত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়, শুভেন্দুর করা মামলার শুনানিতে নির্দেশ হাইকোর্টের

By Bangla Hunt Desk - December 15, 2022

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে আপাতত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না কমিশন’। শুভেন্দু অধিকারীর(Subhendu Adhikari) দায়ের করা জনস্বার্থ মামলায় ভোট ঘোষণা প্রসঙ্গে এমনটা জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরো পড়ুন- ‘পাঠান’ সিনেমা নিয়ে একের পর এক বিতর্ক’, সিনেমা বন্ধের হুমকি মন্ত্রীর

রাজ্য্যে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার দাবিতে গত সোমবার কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু। ২০১৩ সালের কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট এবং ২০১৮ সালে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ছাড়া পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু তাঁর আবেদনে বলেছিলেন, আসন্ন পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোরও আর্জি জানিয়েছিলেন শুভেন্দু।

এই নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এই মামলায় আদালত জানিয়েছে, গত ২৯ জুলাই তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের গণনার যে বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশন দিয়েছে, তাতে ত্রুটি রয়েছে। এভাবে কিছু বিবেচনা না করে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। মামলার আগামী শুনানি পর্যন্ত আপাতত স্থগিত থাকবে নির্বাচনের তারিখ ঘোষণা। মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জানুয়ারি। ওই দিন পর্যন্ত ভোট সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না নির্বাচন কমিশন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর