আদিবাসী সংগঠনের নতুন সভাপতিকে দায়িত্ব হস্তান্তর নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র এলাকা, আহত ১০ জন - Bangla Hunt

আদিবাসী সংগঠনের নতুন সভাপতিকে দায়িত্ব হস্তান্তর নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র এলাকা, আহত ১০ জন

By Bangla Hunt Desk - August 25, 2020

আদিবাসী সংগঠনের নতুন সভাপতিকে দায়িত্ব হস্তান্তর নিয়ে রণক্ষেত

বালুরঘাট, ২৫ আগস্ট-– আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহলের’ সভাপতি পরিবর্তনের পর দায়িত্ব হস্তান্তর নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্রে চেহারা বংশীহারীতে। নতুন সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে উল্টে তার ওপর হামলার অভিযোগ প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। অভিযোগ ধারালো অস্ত্রশস্ত্র সহ লাঠিসোটা নিয়ে বর্তমান সভাপতি ও তার সদস্যদের ওপর হামলা চালিয়েছে প্রাক্তন সভাপতির দলবল। এই ঘটনায় বর্তমান সভাপতি সহ ১০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও ঘটনার দীর্ঘ সময় পর এলাকায় পুলিশ পৌঁছানোয় ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গেছে, বেশ কয়েকদিন আগে ভারত জাকাত মাঝি পারগানা মহলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বাবুলাল মূর্মুকে। তার স্থানে নতুন দায়িত্বে আসেন আশীষ মূরমু। অভিযোগ নতুন সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়েই বিবাদের সূত্রপাত। সোমবার আর্থিক হিসাব সহ নানান বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে মঙ্গলবার বংশিহারি ব্লকের পাথরঘাটার ইটভাটা পাড়ায় ফের আলোচনায় বসেন নতুন সভাপতি। অভিজিৎ সেখানেই প্রাক্তন সভাপতি তার দল বল এনে হামলা চালিয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন দশ জন। যাদের প্রত্যেককেই রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংগঠনের বর্তমান সভাপতি আসিস মুর্মু জানিয়েছেন, তাকে দায়িত্ব হস্তান্তর না করে হামলা চালিয়েছে প্রাক্তন সভাপতি। গন্ডগোলে আঁচ করে আগেভাগেই পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর