আত্মীয় বাড়ি যাওয়ার পথে দুটি মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় এক নাবালকসহ গুরুতর জখম হল দুইজন - Bangla Hunt

আত্মীয় বাড়ি যাওয়ার পথে দুটি মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় এক নাবালকসহ গুরুতর জখম হল দুইজন

By Bangla Hunt Desk - July 15, 2022

মালদাঃ আত্মীয় বাড়ি যাওয়ার পথে দুটি মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় এক নাবালকসহ গুরুতর জখম হল দুইজন । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহত দুইজনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

আরো পড়ুন- বিদ্যুৎ ছাড়াই টাটকা থাকবে দুধ, দই, সব্জি, মাটি দিয়ে ফ্রিজ বানিয়ে তাক লাগালেন ৭০-এর বৃদ্ধা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত মোটরবাইক চালকের নাম রোহিত মোমিন (২৬) এবং তার এক আত্মীয়ের নাম তৌহিদ খান (১৫) । আহত রোহিত মোমিনের বাড়ি মোথাবাড়ি থানার বাবলা এলাকায়। এদিন রাতে মোটরবাইকে করে মোথাবাড়ি থেকে তৌহিদ খান নামে ওই আত্মীয়কে সুজাপুরের বাড়িতে ছাড়তে যাচ্ছিলেন তিনি। সেই সময় সুজাপুর এলাকার জাতীয় সড়কে একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরের ধাক্কা মারে । তাতেই ওই দুইজন গুরুতর জখম হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর