আত্মঘাতী হল বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত! - Bangla Hunt

আত্মঘাতী হল বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত!

By Bangla Hunt Desk - June 14, 2020

মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যু হল সুশান্ত সিং রাজপুতের। রহস্যজনক ভাবে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নায়কের মৃতদেহ। অভিনেতা আত্মহত্যা করেছেন বলেই খবর। কেন আত্মহত্যা করেছেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মাহিন্দ্রা সিং ধোনির জীবনী নিয়ে তৈরি ছবিতে ধোনির চরিত্রে তিনি অভিনয় করেছিলেন । দীর্ঘদিন ধরে তিনি নিজের সোশ্যাল মিডিয়ার একাউন্টে একটিভ ছিলেন না। সুশান্ত এর ঘরের কাজের লোক প্রথমে বান্দ্রা পুলিশ স্টেশনে কল করে জানায় , অভিনেতা সুশান্ত সিং নিজের ঘরে বেডরুমে গলায় দড়ি দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। এখন পুলিশ তদন্ত করে দেখছে অভিনেতা কেন এই ভাবে আত্মহত্যা করল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর