আজ শহরে অমিত শাহ, বিক্ষোভ বাম-কংগ্রেসের - Bangla Hunt

আজ শহরে অমিত শাহ, বিক্ষোভ বাম-কংগ্রেসের

By Bangla Hunt Desk - March 01, 2020

আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা ঢোকা মাত্রই এয়ারপোর্টে এর ১নং গেটে শুরু হয়ে যায় বাম কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিমান থেকে নামতেই শুরু হয় বিক্ষোভ। তিনি সকাল পৌনে ১১টা নাগাদ পৌঁছান কলকাতা বিমান বন্দরে, তার পরই শুরু হয় বাম-কংগেস বিক্ষোভ। রবিবার শহরের বিভিন্ন স্থানে এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানান সিপিএম নেতা মোহাম্মদ সেলিম।
বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, মুকুল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। অমিত শাহ যখন নামেন তখন বিক্ষোভ চলছিল এয়ারপোর্টে ১নং গেটে। SFI, AISA সহ বাম ছাত্র সংগঠন এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তাদের হাতে ছিল কালো পতাকা, আর মুখে একটাই শ্লোগান ‘গো ব্যাক অমিত শাহ’। মোদির পর এবার অমিত শাহের বিরুদ্ধে রাস্তায় নামল বাম-কংগ্রেস ছাত্র সংগঠন।আজ কংগ্রেসের অবরোধে পার্ক সার্কাস পুরো অবরুদ্ধ হয়ে যায়। পোড়ানো হয় অমিত শাহের কাশ পুতুল। ঝামেলা মোকাবেলায় তৈরি ছিল পুলিশও, প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন করা হয়। তবে আজ সড়কপথ সফর করেন অমিত শাহ। তাই নিরাপত্তার জন্য মুড়ে ফেলা হয় গোটা শহর।

myimage

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর