আজ বিকেল ৫ টায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল হাতধরে উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা - Bangla Hunt

আজ বিকেল ৫ টায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল হাতধরে উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

By Bangla Hunt Desk - February 20, 2020

কোলকাতা বাসীর জন্য সুখবর, অবশেষে আজ বিকেল ৫টায় চালু হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। দীর্ঘদিন ধরেই এই নতুন পথে মেট্রো পরিষেবার জন্য অপেক্ষা করছিল শহরবাসী। অবশেষে আজ ১৩ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল এর হাত ধরে উদ্বোধন হতে চলেছে ইস্ট ওয়েস্ট পরিষেবা। প্রথম পর্যায়ে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে এই মেট্রো পরিষেবা, এর দূরত্ব হবে ৫ কিলোমিটার। এই ৫ কিলোমিটার দূরত্বে পাঁচটি স্টেশন থাকবে, এগুলি হল সেক্টর ফাইভ, করুনাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, ও বেঙ্গল কেমিক্যালস। দীর্ঘদিন ধরে দফায় দফায় ট্রায়ালের রানের পর অবশেষে এই লাইনে চালু হচ্ছে মেট্রো পরিষেবা।
গত বছর জুন মাস থেকেই এই লাইনে মেট্রো পরিষেবা চালু করা নিয়ে জোর জল্পনা শুরু হয় কিন্তু নানা বাধা-বিপত্তির জন্য ওই লাইনে পরিষেবা চালু করা যাচ্ছিল না অবশেষে মিলেছে যাবতীয় অনুমতি। সেইমতো চলে দফায় দফায় ট্রায়াল রান ও সিগন্যালিং পরীক্ষা। অবশেষে আজ চালু হচ্ছে বহু প্রতীক্ষিত এই মেট্রো পরিষেবা।প্রতিটি স্টেশনে বসানো হয়েছে কাঁচের দেওয়াল, চিন থেকে আনা হয়েছে রেক। স্টেশনে নির্দিষ্ট স্থানে রেক গুলি দাঁড়ালেই খুলবে কাঁচের দরজা, এর ফলে আত্মহত্যার প্রবণতা রুখে দেওয়া যায় বলেই মনে করছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ।
প্রথম পর্যায়ে ৩৬ জোড়া ট্রেন চলবে এই পথে। প্রতিটি ট্রেনের মধ্যে মধ্যে ব্যবধান থাকবে ২০ মিনিট। সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত চলবে এই মেট্রো পরিষেবা। তারপর আর কয়েক মাস পরেই ফুলবাগান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা যাবে এমনটাই জানিয়েছে মেট্রো ও কেএমসি কর্তৃপক্ষ।
কিন্তু এই প্রকল্পটি তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে সূচনা হলেও আজ এই প্রকল্পটির উদ্বোধনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে কোনোরকম আমন্ত্রণ জানানো হয়নি বলেই রেল সূত্রের খবর

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর