আগ্নেয়াস্ত্র সমেত তিন ডাকাতকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ - Bangla Hunt

আগ্নেয়াস্ত্র সমেত তিন ডাকাতকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ

By Bangla Hunt Desk - January 21, 2022

মালদা, ২০ জানুয়ারি: আগ্নেয়াস্ত্র সমেত তিন ডাকাতকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ। জানা গেছে ধৃত তিনজন ডাকাতের নাম গৌড় সরকার (৩০), সঞ্জয় মন্ডল (৩৪) ও উজ্জ্বল বিশ্বাস (২৯)। তারা গোজেলেরই বাসিন্দা।

আরো পড়ুন- ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি পুলিশের, তল্লাশির নামে ৩৪ ভরি সোনা ও ২৫ লক্ষ টাকা লুঠ পুলিশের

গোপন সূত্রে খবর পেয়ে গাজোলের পাঁচপাড়ায় জাতীয় সড়কের পাশে ফুটবল ময়দানের অভিযান চালায় পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে সেখানে ১০ থেকে ১২ জনের ডাকাতদল উপস্থিত ছিল। যদিও সেখানে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বাকি দুষ্কৃতিরা পালিয়ে যায় । তিনজন ডাকাতকে আজ মালদা জেলা আদালতে পাঠানো হয়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার, একটি কার্তুজ, একটি ছুরি ও লাঠি উদ্ধার হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর