"আগে তৃণমূল চালচোর ছিল, এখন টাকা চোর", মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের - Bangla Hunt

“আগে তৃণমূল চালচোর ছিল, এখন টাকা চোর”, মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের

By Bangla Hunt Desk - July 07, 2020

দীর্ঘদিন ধরে আমফানের ত্রাণের টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছে বিজেপি। আগেও একাধিকবার এই দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ ফের সুভাষ সরোবরে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে ত্রাণ দুর্নীতি নিয়ে আক্রমণ করেন।

ত্রান দুর্নীতি নিয়ে দলীয় নেতাদের হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে একাধিক অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। কিন্তু আজ দিলীপ ঘোষ জানান , মমতা ব্যানার্জির জনগণের আইওয়াশ করার চেষ্টা করছেন । আগে তৃণমূল চাল চোর ছিল, এখন টাকা চোর।

তার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি আরো দাবি করেন, পুলিশ প্রশাসন ,শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ কোন কিছুই মমতা ব্যানার্জির কন্ট্রোলে নেই, হাতের বাইরে চলে গেছে সব। টাকা আসার আগেই লিস্ট তৈরি হয়ে যায় এবং ডিসট্রিবিউশন শুরু হয়ে যায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর