আগামী ১২ সেপ্টেম্বর শনিবার রাজ্যে লকডাউন হচ্ছে না , টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী - Bangla Hunt

আগামী ১২ সেপ্টেম্বর শনিবার রাজ্যে লকডাউন হচ্ছে না , টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

By Bangla Hunt Desk - September 10, 2020

আগামী ১২ ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার রাজ্যে লকডাউন হচ্ছে না। টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী। ঐদিন রাজ্যে NEET পরীক্ষা থাকায় লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আগামী ১১ তারিখ শুক্রবার রাজ্যে লকডাউন চলবে বলে জানিয়েছেন তিনি।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ১১ এবং ১২ সেপ্টেম্বর লকডাউন হবে বলে ঘোষণা করেছিল সরকার। কিন্তু ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা রয়েছে, সেই জন্য ছাত্র-ছাত্রীদের থেকে প্রচুর আবেদনের আরজি আসছে, যাতে পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়া হয়। তাই বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হলো। তবে ১১ তারিখ রাজ্যজুড়ে লকডাউন থাকবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর