আগামী বছর ১০ দিন আগে শুরু হবে দুর্গাপুজো, ঘোষণা মুখ্যমন্ত্রীর - Bangla Hunt

আগামী বছর ১০ দিন আগে শুরু হবে দুর্গাপুজো, ঘোষণা মুখ্যমন্ত্রীর

By Bangla Hunt Desk - December 23, 2021

ইউনেস্কোর খেতাব অর্জন করেছে বাংলার দুর্গাপুজো। দীর্ঘদিন পর ইউনেস্কোর তারকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। সেই উপলক্ষ্যে আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ১০ দিন আগে থেকে শুরু হবে দুর্গাপুজোর উদযাপন, জানালেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন- ‘বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি’, বিস্ফোরক তথাগত

গত সপ্তাহে সেরা উৎসব হিসাবে বাংলার দুর্গোৎসবকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই তকমাকে স্মরণীয় করে রাখার জন্যই ১০ দিন আগে থেকে দুর্গাপুজোর অনুষ্ঠান উদ্‌যাপনের কথা জানান মুখ্যমন্ত্রী। আগামী বছর ১ অক্টোবর থেকে পুজো শুরু হচ্ছে। ওই দিন ষষ্ঠী। অর্থাৎ মমতার কথা অনুযায়ী, ষষ্ঠীর ১০ দিন আগে থেকে যদি পুজো শুরু হয়, তবে সেপ্টেম্বরের ২০ তারিখ থেকেই উদ্‌যাপন শুরু হওয়ার কথা।

অনেক পুজো উদ্যোক্তাও মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তকে সমর্থন করেন। উত্তর কলকাতার এক পুজো কমিটির কর্তা বলেন, ‘‘এখন তো মহালয়ার আগে থেকেই পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যায়। ইউনেস্কোর সম্মানকে মনে রাখার জন্য মুখ্যমন্ত্রী যদি আরও আগে উদ্‌যাপন করতে বলেন তাতে আমাদের আপত্তি নেই। তা ছাড়া আমারও চাইছিলাম এই উৎসবকে আরও বড় করে পালন করতে।’’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর